ধর্ম হোক যার যার উৎসব সবার।
উৎসব মানেই মিলন, উৎসব মানেই আনন্দ। আর কিছু দিনের অপেক্ষা, আর তারপরেই পবিত্র ঈদ। সারা পৃথিবী জুড়েই জোরকদমে চলছে ঈদের প্রস্তুতি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রমজান মাস। বলা ভালো ঈদের প্রস্তুতিতে সারা পৃথিবীর ন্যায় পিছিয়ে নেই আটলান্টিকের ধারের দেশ কানাডাও। পুরো কানাডাবাসী যেন মুখিয়ে আছে ঈদ উদযাপনের জন্য। ঈদের উৎসব মানেই নতুন জামা কাপড় পড়ে নামাজ পড়তে যাওয়া, একে অপরের সাথে মিলিত হয়ে উৎসব পালন করা।

বিদেশের মাটিতেও প্রবাসীদের ঈদের কেনাকাটার জন্য তৈরি রয়েছে শাড়ি হাউস ও ব্রাইডাল হাব। দৈনন্দিন জীবনে বিগত এক দশক ধরে প্রবাসীদের চাহিদা পূরণ করে আসছে তারা। এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের শাড়ি, সালওয়ার, ব্লাউস থেকে শুরু করে নানা জুয়েলারী যা আপনাদের মনোমুগ্ধ করবেই। ইতিমধ্যে প্রচুর মানুষ তাদের পছন্দের পোশাক সংগ্রহ করে ফেলেছেন। আপনারাও আসুন পুরো পরিবারের সাথে কেনাকাটার আনন্দ নিতে। দেশী বিদেশী পোশাকের সম্ভারে সজ্জিত শাড়ি হাউস আর ব্রাইডাল হাব আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত। আর দেরি না করে আজই আসুন।