Home জাতীয় উপকূলে ভেসে এল ট্রলার, উদ্ধার ১০ লাশ

উপকূলে ভেসে এল ট্রলার, উদ্ধার ১০ লাশ

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক পয়েন্টে লাশবাহী একটি মাছ ধরার ট্রলার ভেসে এসেছে। আজ রোববার দুপুর পর্যন্ত ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ট্রলারের ভেতরে আরও লাশ রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সাগরের নাজিরারটেক পয়েন্টে ট্রলারটি রয়েছে। লাশগুলো উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল বলেন, কক্সবাজারের স্থানীয় ছেলেরা বঙ্গোপসাগরের গভীর এলাকায় ওই ফিশিং বোটটি দেখতে পায়। তারা গতকাল শনিবার রাতে ফিশিং বোটটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসেন। সেখানে এনে বোটের ভেতর তারা গলিত বেশ কয়েকটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, জেলেদের কাছ থেকে খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে গিয়ে ট্রলারে কয়েকজনের লাশ খুঁজে পাওয়া যায়। পরে আজ সকালে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে নিয়ে লাশ উদ্ধার যায় পুলিশ। সকাল থেকে চেষ্টা করে লাশবাহী ট্রলারটি উপকূলের কাছে নিয়ে আসা হয়। দুপুরের পর থেকে লাশ উদ্ধার শুরু হয়।

ঘটনাস্থলে থাকা পুলিশের এই কর্মকর্তা বলেন, লাশের পরিচয় ও কীভাবে এই ঘটনা ঘটেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। লাশ উদ্ধারের পর বিস্তারিত জানানো হবে।

ওসি বলেন, ১৫-১৬ দিন আগে বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে ডাকাতি করতে গিয়ে একদল জলদস্যু জেলেদের হামলার শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। হামলায় জলদস্যরা মারা গিয়েছিলেন বলে খবর বেরিয়েছিল। কিন্তু এতদিন দস্যুবাহিনীর ওই ট্রলারটির হাদিস পাওয়া যায়নি। ওই জলদস্যুবাহিনীর সদস্যরা মহেশখালী চকরিয়া ও বাঁশখালীর বলে জানা গেছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা ট্রলারটি জলদস্যুদের হতে পারে। তাই খবর পেয়ে নিখোঁজদের স্বজনরা সকাল থেকে নাজিরারটেকে এসে ভিড় করছেন।

Exit mobile version