অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরেও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রবিবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ঈদ উদযাপন করছেন গাজাবাসীও।এরমধ্যেই ইসরায়েলি হামলা প্রাণ হারিয়েছে অন্তত ২০ ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। দেইর আর বালাহার সেফ জোনেও হামলা চালিয়েছে ইসরায়েল।
একজন প্রত্যক্ষদর্শী জানান, সেখানে হেলিকপ্টার দিয়ে এলপাতাড়ি গুলি চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ চারজন বেসামরিক নিহত হয়েছেন।
এর আগে গতকাল শনিবারও ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ২৭৭ জনে পৌঁছেছে। এ ছাড়া আরও ৭০ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৯৫ জনে পৌঁছেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। প্রায় দেড় বছর সময় ধরে ইসরায়েলিরা গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে গাজাবাসী দুটি ঈদ পালন করেছেন। সেই দিনগুলোতেও ইসরায়েলিরা গাজায় তাণ্ডব চালিয়েছে।