অনলাইন ডেস্ক : ইসরায়েল সীমান্তবর্তী মিশরের তাবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
ইসরায়েল-হামাস যুদ্ধের মাঝেই শুক্রবার ভোরে এই হামলার ঘটনা ঘটলো।
মিশরের আল কাহেরা নিউজের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, তাবা মিশরের রিসোর্ট শহর হিসেবে পরিচিত। এটি ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে প্রায় ২২০ কিলোমিটার বা ১৩৫ মাইল দূরে অবস্থিত। তবে শহরটি ইসরায়েলের লোহিত সাগর বন্দর আইলাতের সীমান্ত ঘেঁষা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে লড়াইয়ের অংশ হিসেবেই মিশরের এই শহরে ক্ষেপণাস্ত্রের আঘাত হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তাদের সীমান্তের বাইরে এমন একটি ঘটনা সম্পর্কে অবগত।
হামাস বুধবার জানায়, তারা একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বন্দর আইলাতকে লক্ষ্যবস্তু করেছে। কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, সেটি দূরবর্তী কোনো এলাকায় আঘাত করেছে। এই ঘটনাটি গত ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের পরে ফিলিস্তিনের সবচেয়ে দীর্ঘতম পাল্লার আক্রমণ বলে মনে হচ্ছে।
শুক্রবার সকালের তাবা শহরে বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।
আল কাহেরা টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাবার একটি চিকিৎসা কেন্দ্রে আঘাত হেনেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া উঠতে দেখেছেন বলে নিশ্চিত করেছেন।
তবে সংবাদমাধ্যমের পক্ষ থেকে নিরপেক্ষভাবে তা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সূত্র: রয়টার্স, আরব নিউজ