অনলাইন ডেস্ক : গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় একই পরিবারের কমপক্ষে ১১ জন সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। মঙ্গলবার সকালে এই হামলার ঘটনা ঘটে।
হামলার প্রত্যক্ষদর্শীরা আলজাজিরাকে বলেন, আজ আমরা ইসরায়েলি যুদ্ধবিমানের শব্দে ঘুম থেকে উঠেছিলাম। তাদের হামলা দেইর আল-বালাহ শহরের সবাইকে আতঙ্কিত করে তুলেছিল।
গত ১২ ঘণ্টা ধরে এই এলাকাটি ইসরায়েলি বিমান হামলার কেন্দ্রস্থল ছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দেইর আল-বালাহ শহরের পশ্চিম অংশে একটি বাড়িতে হামলা হয়েছে। প্রাথমিকভাবে আমরা যে মৃতের সংখ্যা পেয়েছি তা হলো ১১ জন। নিহতরা সবাই একই পরিবারের।
কোনো সতর্কতা ছাড়াই তাদের বাড়িতে হামলা চালানো হয়েছিল
এদিকে সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। মঙ্গলবার ভোর থেকে তাদের হামলায় কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।