Home খেলাধুলা ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের মনন রেজা নীড়

ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের মনন রেজা নীড়

স্পোর্টস ডেস্ক : ৪৫তম দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার ইদো গোর্স্টিনকে হারিয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার ১৪ বছর বয়সী মনন রেজা নীড়।

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে শনিবার দশম রাউন্ডের খেলায় এই কীর্তি গড়েন মনন। আসরে এটি তার চতুর্থ জয়।

এই রাউন্ডের আগে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দেশটির গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আলোচনার জন্ম দেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।

রাজীব না খেললেও দলগত বিভাগে বাকি তিন জন অংশ নেন। সেখানে মনন জিতলেও হেরে যান ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। ম্যাচটি বাংলাদেশ হেরে যায় ৩-১ ব্যবধানে।

ফিদে মাস্টার মনন রেজা নীড় বাংলাদেশের দাবার অন্যতম প্রতিভা। প্রথমবার অলিম্পিয়াডে সুযোগ পেয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। এবার ইসরায়েলের গ্রান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে (২৫৪৩ রেটিং) হারিয়ে চমক দেখিয়েছেন তিনি। নীড় এর আগে দলের পরাজয় সত্ত্বেও ৪র্থ রাউন্ডে ফরাসি জিএম মার্ক’আন্দ্রিয়া মাউরিজির সঙ্গে ড্র করেছিলেন।

 

Exit mobile version