অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তারা বলেছে, আলোচনাই বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায়।
আজ বৃহস্পতিবার হামাস এই ঘোষণা দিয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে চূড়ান্ত বন্দী বিনিময়ের অংশ হিসেবে চার ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তরের পর ইসরায়েল ৬৪২ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে শুরু করেছে।
হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা যুদ্ধবিরতি চুক্তির সমস্ত বিবরণ এবং বিধানসহ আমাদের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং চুক্তির দ্বিতীয় পর্যায়ের সাথে সম্পর্কিত আলোচনায় প্রবেশের জন্য আমরা প্রস্তুত।
হামাস আরও উল্লেখ করেছে, গাজায় এখনও আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার একমাত্র উপায় হল যুদ্ধবিরতি চুক্তির নিয়ে আলোচনা এবং প্রতিশ্রুতি পূরণ করা।
বন্দী বিনিময়ে বাধা দেওয়ার জন্য ইসরায়েল কর্তৃপক্ষের ব্যর্থ প্রচেষ্টার ফলে তাদের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করা ছাড়া কোনো বিকল্প অবশিষ্ট নেই।
হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত ছয় জীবিত বন্দীর বিনিময়ে শনিবার ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির কথা ছিল। তবে হস্তান্তরের সময় বন্দীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে ইসরায়েল প্রক্রিয়াটি বিলম্বিত করেছিল।
বিলম্বের মাধ্যমে গাজা যুদ্ধবিরতি বানচাল করার অভিযোগ এনেছে হামাস। ফিলিস্তিনি বন্দীদের তথ্য অফিস জানিয়েছে, যে মুক্তির সপ্তম এবং অষ্টম ব্যাচ একত্রিত করা হয়েছে। যার ফলে মোট সংখ্যা ৬৪২ জনে দাঁড়িয়েছে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বৃহস্পতিবার বলেছেন, “সপ্তম এবং অষ্টম ব্যাচ বন্দীদের মুক্তির মাধ্যমে আমরা ফিলিস্তিনি জনগণের একটি অর্জন প্রত্যক্ষ করছি, যা যুদ্ধবিরতি চুক্তির মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড়।”
সূত্র: প্রেস টিভি