অনলাইন ডেস্ক : ইসরাইলের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে থাকা ডানপন্থী জোট। এরমধ্য দিয়ে আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নেতানিয়াহু। নতুন এই সরকারকে বলা হচ্ছে, দেশটির ইতিহাসের সবচেয়ে ডানপন্থি সরকার। গত চার বছরের মধ্যে পাঁচ বার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর দল এবং তার সঙ্গে জোট বাধতে যাওয়া ডানপন্থী ব্লক ৬৪ আসন জিতেছে। দেশটির পার্লামেন্টে রয়েছে ১২০ আসন। এরমধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি জিতেছে ৩২টি আসনে। অপরদিকে কট্টর রক্ষণশীল পার্টি পেয়েছে ১৮টি আসন এবং চরম-দক্ষিণপন্থি দলগুলির জোট ১৪টি আসন পেয়েছে বলে ইসরাইলের নির্বাচন কমিশন জানিয়েছে।
নেতানিয়াহু এরইমধ্যে ইসরাইলের ইতিহাসে সবথেকে বেশিদিন থাকা প্রধানমন্ত্রী। এবার তার জোট সরকার ইসরাইলের জন্মের পর গত ৭৪ বছরের ইতিহাসের সবচেয়ে ডানপন্থি সরকার। ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, তার অফিসের কর্মীদের ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া মসৃন করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজনৈতিক বিবেচনার অনেক আগে আসে ইসরাইলের স্বার্থের কথা। আমি নেতানিয়াহুর সাফল্য কামনা করি। তিনি যেন ইসরাইলের মানুষ ও দেশের স্বার্থে কাজ করেন। উল্লেখ্য, লাপিদের জোট ৫১টি আসনে জয়ী হয়েছে।
ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর এই জয়ের ফলে ইসরাইলের রাজনীতির একটি ঘটনাবহুল ও অস্থির সময় শেষ হতে চলেছে। যদিও ৭৫ বছর বয়সি নেতানিয়াহুর বিরুদ্ধে এখনো দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। নির্বাচন কমিশনের কাছ থেকে চূড়ান্ত ফলাফল পাওয়ার পর নেতানিয়াহুকে সরকার গঠনের জন্য ৪২ দিন সময় দেবেন সেদেশের প্রেসিডেন্ট। লিকুদের পর যারা সবচেয়ে বেশি আসন পেয়েছে, সেই চরম রক্ষণশীল দলের কাছেই স্বরষ্ট্রমন্ত্রণালয় যাবে। দলের আরব-বিরোধী নেতা ইতামার বেন-গাভির পাবলিক সিকিউরিটি মন্ত্রী হতে চাইছেন। তাহলে তিনি ইসরায়েলের পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তিনি টুইট করে বলেছেন, ইসরাইলে শৃঙ্খলা ফেরানোর সময় এসেছে। দলের আরেক নেতা স্মটরিক প্রতিরক্ষামন্ত্রী হতে চান।
নেতানিয়াহুর জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছে ইতালি ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী। অপরদিকে এই সুযোগ কাজে লাগিয়ে ইসরাইলের কাছে অস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এক বার্তায় তিনি নতুন সরকারের উদ্দেশ্যে বলেছেন, ইউক্রেন এখন ইসরাইলের কাছ থেকে আরো খোলাখুলি সমর্থন ও সাহায্য চায়।