Home আন্তর্জাতিক ইসরাইলি সরকারের পতনের ডাক

ইসরাইলি সরকারের পতনের ডাক

অনলাইন ডেস্ক : হামাসের হাতে বন্দী ইসরাইলিদের পরিবার এবার সরকার পতনের ডাক দিয়েছে। শনিবার (১১ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হাতে বন্দী ইসরাইলিদের পরিবার তেল আবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করে। সেখান থেকে তারা নেতানিয়াহুর হাত থেকে ইসরাইলকে বাঁচাতে এবং গাজায় বন্দী ইসরাইলিদের মুক্ত করার জন্য সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায়।

উল্লেখ্য, আজ শনিবার হামাস এক ইসরাইলি বন্দীর ভিডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে ইসরাইলি বিমান হামলায় ওই বন্দী নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্য জিম্মিদের পরিবারের সদস্যরা এই জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন।

সূত্র : আল জাজিরা

Exit mobile version