বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কোনো তেলেগু তারকা হিসেবে সেরা অভিনেতার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দিল্লীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে সেরা অভিনেতার সম্মাননা গ্রহণ করেন আল্লু অর্জুন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও।
পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আল্লু অর্জুন বলেন, ‘আমি অনেক বেশি খুশি এমন সম্মাননা পেয়ে। কমার্শিয়াল সিনেমার জন্য এই পুরস্কার পাওয়ার আনন্দ আমার কাছে দ্বিগুণ।’
একইদিনে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। স্বামী রণবীর কাপুরের হাত ধরে বিয়ের শাড়িতে দিল্লিতে পৌঁছে জাতীয় পুরস্কার গ্রহণ করেন তিনি।
জাতীয় পুরস্কারের জন্য আলাদা শাড়ি না কিনে বিয়ের শাড়িটিই পরার জন্য নেটপাড়ার অনেকেই আলিয়ার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘এজন্যই আলিয়াকে এত ভালো লাগে। অন্য তারকাদের মতো উনি নন, একই শাড়ি, দুইবার পরতেও দ্বিধা করেন না।’
এদিন জাতীয় পুরস্কার পাওয়ার প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘আমার কৃতজ্ঞ, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি-এর জন্য প্রথম জাতীয় পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। এজন্য সঞ্জয়লীলা বানশালিকে বিশেষ ধন্যবাদ।’
এদিকে আলিয়ার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন কৃতি শ্যানন। ‘মিমি’ ছবির জন্য এই পুরস্কার পান তিনি।
এছাড়াও সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’ সিনেমা। এ ছাড়া শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধাম’। আর সেরা বাংলা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে ‘কালকক্ষ’।