বিদ্যুত সরকার : আমার ঘুড়ি হতে ইচ্ছে করে। ঘুড়ি হয়ে আকাশে উড়ার ইচ্ছেটা বরাবরই ছিল। নির্মল আকাশ, সুনীল আকাশ, সীমার মাঝে অসিম আকাশ। বাতাসের সিড়ি বেয়ে উঠে যাবো শূন্য থেকে অনন্তে। সে এক অপার ভালোবাসা, বন্ধনহীন ভালোবসা- দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে যেতে পারে নিমেষেই, এক আকাশ থেকে অন্য এক আকাশে। পাখিরা যেমন উড়ে বেড়ায় এক বৃক্ষরাজি থেকে অন্য এক বনাঞ্চলে, প্রজাপতিরা যেমন ফুল থেকে ফুলে, এক সাজানো বাগান থেকে অন্য বুনোফুল দলে – আমিও তেমনি উড়ে উড়ে যাবো রঙহীন আকাশ থেকে অনেক অনেক বর্নিল আকাশে। পরাগায়ন শেষে যেমন মৌমাছিরা উড়ে বেড়ায় ফুল থেকে ফুলে মধুর সন্ধানে, আমিও তেমনি এক আকাশ ভালোবাসা নিয়ে উড়ে উড়ে বেড়াবো। আর থোকা থোকা বিলাবো ভালো লাগার ভালোবাসা। আকাশেরতো কোন সীমারেখা নেই, নেই কোন ‘নোম্যান্সল্যান্ড’। যখন যেখানে মন চাইবে উড়ে যেতে মানা নেই। ইচ্ছে হলে বো – কাট্টা হয়ে উড়বো, পৌঁছে যাবো অনন্তের এক প্রান্তে। আকাশে এতো ঘুড়ি রঙিন প্রজাপতির আকারে, বর্ণে মন আকাশে রং ছড়ায় অবিরত। আমারতো এমন কোন আকাশ চুম্বি আকাক্সক্ষা নেই। আমারতো আছে আকাশ ছোঁয়ার একটি ছোট্ট ঘুড়ি হবার ইচ্ছে। পাখিদের মতো বাতাসে ভর করে পাখাবিহীন ঘুড়ি হোয়ে মস্ত আকাশটা উড়ে উড়ে দেখবো। ‘আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে….।’ আমিও আকাশের মতো উদার হবো একদিন। আমার মন ঘুড়ির একটি মাত্র আকাশ। আমার মন ঘুড়ির একটি মাত্র সুনীল আকাশ। তোমার সুনীল আকাশেই আমার মন ঘুড়ির উড়া উড়ি। তোমার আকাশে আমার মন ঘুড়ির মন মতানো উড়া উড়ি, মনকাড়া বো-কাট্টা। সীমা লংঘনের মনোময় খেলায় মেতেছি আমি সুরের বাঁধনে। চৈত্র সংক্রান্তির রঙিন আকাশ রঙিন ঘুড়ির রংমহল।
বিদ্যুত সরকার : লেখক ও আলোকচিত্রী, টরন্টো, কানাডা