অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র শুল্কের সম্ভাব্য কার্যকারিতা এবং বৈশ্বিক প্রতিক্রিয়ার অনিশ্চয়তার কারণে ইউরোপীয় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এর ফলে ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতের শেয়ারগুলোর ওপর বড় ধাক্কা লেগেছে। খবর বিজনেস রেকর্ডার
বিনিয়োগকারীরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক কার্যকর হলে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধিকে ধীর করতে পারে এবং উচ্চ মুদ্রাস্ফীতি হতে পারে আশঙ্কা বাড়িয়ে তুলতে পারে। সামনের দিনগুলোতে মার্কিন ঘোষণার পরবর্তী প্রতিক্রিয়া এবং ইউরোপের জবাবের দিকে গভীর নজর রাখবে বিনিয়োগকারীরা।
বুধবার (২ এপ্রিল) সকালে প্যান-ইউরোপীয় স্টক্স ৬০০ সূচক থেকে দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। জার্মানির বাণিজ্য-সংবেদনশীল ডেক্স সূচক ১.২ শতাংশ কমেছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক পরিকল্পনার বিস্তারিত ঘোষণা ২০০০ জিএমটিতে হওয়ার কথা, যা তৎক্ষণাৎ কার্যকর হবে। তবে এ সংক্রান্ত চূড়ান্ত তথ্য এখনও গোপন রাখা হয়েছে। ফরাসি শিল্পমন্ত্রী মার্ক ফেরাচ্চি বলেছেন, মার্কিন শুল্ক কার্যকরের সম্ভাবনার প্রতি ইউরোপ যথাযথ প্রতিক্রিয়া জানাবে, তবে কোনও অবস্থাতেই উত্তেজনা বাড়াবে না।
ডয়েচে ব্যাংকের কৌশলবিদ জিম রিড বলেন, আজকের ঘোষণার আগে আর্থিক বাজারে মন্দার (স্ট্যাগফ্লেশন) ভয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও যোগ করেন, এখন থেকে অন্যান্য দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া দেখাবে, সেটাই বড় অনিশ্চয়তা, যদিও পাল্টা ব্যবস্থা নেয়ার সম্ভাবনা রয়েছে।
মার্কিন শুল্কের প্রভাব ইতালীয় কোম্পানিগুলোর জন্য ব্যাপক ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে জাতীয় শিল্প লবি কনফিন্দুস্ত্রিয়া। স্টক্স দুই মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। মার্চ মাসে অর্জিত সর্বোচ্চ স্তরের তুলনায় প্রায় ৫.২ শতাংশ কম।
স্বাস্থ্যসেবা খাত ২.২ শতাংশ হ্রাস পেয়েছে। যা এই বছরের সমস্ত লাভ মুছে ফেলার পথে নিয়ে যাচ্ছে। সানোফি শেয়ারের দাম কমেছে ৪ শতাংশ। রোশ হোল্ডিং ২.১ শতাংশ, নোভারটিস ১.৭ শতাংশ এবং নোভো নরডিস্ক ৩.৫ শতাংশ হ্রাস পেয়েছে।
হারগ্রিভস ল্যান্সডাউনের সিনিয়র বিশ্লেষক সুসানাহ স্ট্রিটার বলেন, নতুন শুল্ক ঘোষণার কারণে বাজারে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে, যার ফলে ওষুধ কোম্পানির শেয়ারগুলোর ওপর চাপ পড়েছে।
নোভো হোল্ডিংস ২০২৪ সালে বার্ষিক আয় ও বিনিয়োগের রিটার্ন প্রায় দ্বিগুণ করে ৮ বিলিয়ন ইউরো (৮.৬৬ বিলিয়ন মার্কিন ডলার) করেছে, যদিও তার মোট ব্যবস্থাপনা সম্পদ সামান্য হ্রাস পেয়েছে। ডেনমার্কের এ.পি. মোলার হোল্ডিং, সামুদ্রিক পরিষেবা প্রদানকারী কোম্পানি স্বিটজারের জন্য ৯ বিলিয়ন ড্যানিশ ক্রোন (১.৩০ বিলিয়ন ডলার) নগদ প্রস্তাব দেয়ার পর শেয়ারের দাম ৩১.১ শতাংশ বেড়েছে।
স্পেনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্রিফলসের শেয়ারের দাম ১০.৯ শতাংশ বেড়ে স্টক্স ৬০০ সূচকের শীর্ষে উঠে এসেছে। কারণ কানাডার ব্রুকফিল্ড কোম্পানি নতুন অধিগ্রহণ প্রস্তাবের বিষয়ে সংলাপ পুনরায় শুরু করেছে।