* সহস্রাধিক ধর্মপ্রাণ বাংলাদেশিদের উপস্থিতি * বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন
অনলাইন ডেস্ক: গত ১০ এপ্রিল (সোমবার)টরন্টোর সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জি.টি.এ. ইনক্ এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। টরন্টোর স্কারবোরোতে অবস্থিত মসজিদ আল্ আবেদিনে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলটি ছিল টরন্টোর মাটিতে কোনও সামাজিক সংগঠনের ইতিহাসে অবিস্মরণীয় ও অকল্পনীয় স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সহম্রাধিক বৃহত্তর সিলেটবাসীর উপস্থিতি আবারও প্রমান করলো বৃহত্তর সিলেটবাসী একতাবদ্ধ ছিল, আছে এবং থাকবে।

বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শাহীন হোসেন ও তুহিন মিয়ার উপস্থাপনায় ও তানভির কোহিনুর ও মোস্তফিজুর রহমান জুয়েল এর সহযোগিতায়, বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন সর্বজনাব আখলাক হোসেন, মাওলানা ইউসুফ এবং মাওলানা আবু হানিফ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্য হতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে মসজিদ আল্ আবেদিন এলাকায় বৃহত্তর সিলেটবাসীর এই উপস্থিতি এক সময় মিলন মেলায় পরিণত হয়। একে একে উপস্থিত হন বৃহত্তর সিলেট তথা বাংলাদেশীদের অহংকার স্কারবরো সাউথ ওয়েষ্ট এর মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট (এমপিপি) ডলি বেগম, টরন্টোর বিশিষ্ট মুরব্বিয়ান, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যারিস্টার, প্রকৌশলী, ডাক্তার, বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ, যুবসমাজ, ছাত্র সমাজ সহ সর্বস্থরের টরন্টোবাসী।

ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জি.টি.এ. ইনক্ এর আহবায়ক কমিটির সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল আয়োজক কমিটির পরিকল্পনায় ও একঝাঁক স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে ইফতার মাহফিল অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সাফল্য মন্ডিত হয়েছে বলে আয়োজকদের দাবি। ইফতার আয়োজন ও বাস্তবায়ন কমিটির সদস্য ছিলেন, সর্বজনাব খসরুজ্জামান চৌধুরী দুলু (আহবায়ক), আব্দুল মানিক (যুগ্ম-আহবায়ক), মোস্তাফিজুর রহমান জুয়েল, মাহফুজুল হক রাজু, সাইফুল মিয়া তাজুল, সুমন আহমেদ, মোঃ আব্দুল আলীম, তুহিন মিয়া এবং শাহীন হোসাইন প্রমূখ।

কামরুল হাসান সাহান এর উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মাহবুবুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক আব্দুল মানিক। উদ্বোধনী ও সমাপনী বক্তব্য রাখেন ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জি.টি.এ. ইনক্ এর আহবায়ক আখলাক হোসেন।

সংক্ষিপ্ত বক্তৃতায় আহবায়ক আখলাক হোসেন সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জি.টি.এ. ইনক্ বৃহত্তর সিলেটবাসীর জন্য উন্মুক্ত।ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন মসজিদের খতিব মুফতি আসলাম উদ্দিন আজহারী । দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ।