বিনোদন ডেস্ক : বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে তার নাম যুক্ত করে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে এক ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অভিযুক্তের নাম রাশিদ সিদ্দিকী।

এর আগে অবশ্য সিদ্দিকীকে মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তার ছেলে আদিত্য ঠাকরের নাম জড়িয়ে মিথ্যা খবর ছড়ানোর জন্য গ্রেপ্তার করা হয়। রাশিদ সিদ্দিকী এর আগেও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বিভিন্ন তারকার নামে মিথ্যা গুজব ছড়িয়েছেন।

জানা গেছে, সিদ্দিকী তার বেশ কয়েকটিতে ভিডিওতে অক্ষয়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এর মধ্যে একটিতে সিদ্দিকী দাবি করেছিলেন, সুশান্ত ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ এর মতো বড় ছবি পাওয়ায় অক্ষয় অসন্তুষ্ট ছিলেন। এছাড়া তিনি সুশান্তের মৃত্যু নিয়ে মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী আদিত্য ঠাকরে এবং মুম্বাই পুলিশের সাথে ‘গোপন বৈঠক’ করেছেন এমন অভিযোগও তোলেন।

বিহারের সিভিল ইঞ্জিনিয়ার সিদ্দিকীর বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে ভুল খবর দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আছে। সিদ্দিকী অভিযোগ তোলেন, সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীকে কানাডায় পালানোর ব্যাপারে সাহায্য করছেন অক্ষয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সুশান্ত সংক্রান্ত ভুয়া খবর পোস্ট করায় হু হু করে বেড়েছে সিদ্দিকীর চ্যানেলের সাবস্ক্রিপশন। তার চ্যানেলের নাম এফএফ নিউজ। বর্তমানে এর সাবস্ক্রিপশন ২ থেকে ৩ লাখে দাঁড়িয়েছে। গত চার মাসে ভিডিওর মাধ্যমে তার আয় হয়েছে ১৫ লাখ রুপি।