Home আইটি বিশ্ব ইউক্রেনে পৌঁছেছে স্পেসএক্সের ইন্টারনেট

ইউক্রেনে পৌঁছেছে স্পেসএক্সের ইন্টারনেট

অনলাইন ডেস্ক : স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল পেয়েছে যুদ্ধ আক্রান্ত ইউক্রেন। প্রযুক্তি অঙ্গনের মহারথী ইলন মাস্ক তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউক্রেনের জন্য এই সহায়তা পাঠিয়েছেন। তবে, একজন ইন্টারনেট নিরাপত্তা গবেষক সতর্ক করে বলছেন, এগুলো রাশিয়াকে আক্রমণে উদ্বুদ্ধ করতে পারে। অবশ্য ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মাইখাইলো ফেডোরভ টুইটে বলেছেন, ‘স্টারলিংক চলে এসেছে, ধন্যবাদ ইলন মাস্ক।’

স্পেসএক্সের বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্কের কাছে সাহায্য চাওয়ার কয়েক দিনের মধ্যেই সোমবার এই অনুদান মিলল। ফেডোরভের টুইটে স্টারলিংক টার্মিনালে বোঝাই একটি সামরিক-চেহারার ট্রাকের পেছন থেকে তোলা একটি ছবি ছিল। মাস্ক ওই টুইটের জবাবে বলেন, ‘ইউ আর মোস্ট ওয়েলকাম!’ হোম স্যাটেলাইট টেলিভিশন ডিশের মতো দেখতে টার্মিনালগুলো কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করে বাসাবাড়ির গড় ইন্টারনেট সংযোগের চেয়ে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দেয়। মাস্ক শনিবার বলেন, ইউক্রেনে স্টারলিংকের সেবা পাওয়া সম্ভব এবং স্পেসএক্স দেশটিতে আরও টার্মিনাল পাঠাচ্ছে, যাদের ইন্টারনেট রাশিয়ান আগ্রাসনে ভেঙে পড়েছে। ইউক্রেনে স্টারলিংকের অ্যাক্টিভেশন দ্রুত অনুমোদন করতে সহায়তা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন ফেডোরভ।

Exit mobile version