Home আন্তর্জাতিক ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বদলাতে যাচ্ছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বদলাতে যাচ্ছেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক : এই সপ্তাহে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত এবং দেশটির প্রধান বেসরকারীকরণ তহবিলের প্রধান রুস্তেম উমেরভকে স্থলাভিষিক্ত করার জন্য পার্লামেন্টে আবেদন করবেন জেলেনস্কি। কারণ প্রতিরক্ষা মন্ত্রীর পরিবর্তনে পার্লামেন্টের অনুমোন প্রয়োজন। স্থানীয় সময় রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জেলেনস্কি। রাতের ওই ভাষণে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বড় পরিবর্তন আনার কথা জানান তিনি।

প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভকে ২০২১ সালের নভেম্বরে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছিল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার পশ্চিমা সামরিক সহায়তা আনতে আপ্রাণ চেষ্টা করেছেন তিনি, সফলও হয়েছেন। তবে তার মন্ত্রণালয় ঘিরে দুর্নীতির অভিযোগ উঠে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

জেলেনস্কি বলেছেন, ‘আমি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীকে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। ওলেক্সি রেজনিকভ ৫৫০ দিনেরও বেশি দিন ধরে চলা যুদ্ধের সঙ্গেই ছিলেন। আমি বিশ্বাস করি সামগ্রিকভাবে সেনাবাহিনী ও সমাজ উভয়ের সঙ্গে আন্তঃক্রিয়া বাড়াতে মন্ত্রণালয়ের জন্য নতুন পন্থা ও বিন্যাসের প্রয়োজন।’ প্রতিরক্ষা মন্ত্রীর পরিবর্তনে অবশ্যই পার্লামেন্টের অনুমোন লাগবে, তবে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতারা এটিতে তাদের সমর্থন দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিন্তু জেলেনস্কি আশা করছেন, সংসদ নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে রুস্তম উমেরভকে অনুমোদন দিবে।
উমেরভ ৪১ বছর বয়সী একজন প্রাক্তন আইন প্রণেতা। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। কালো সাগর শস্য চুক্তি নিয়ে সংবেদনশীল যুদ্ধকালীন আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

সূত্র: আলজাজিরা

Exit mobile version