Home আন্তর্জাতিক ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করলেন ট্রাম্প

ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপটি তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে এক বিতর্কের পর নেন। একাধিক সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করা হয়।

ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প জানিয়েছেন, যতক্ষণ না ইউক্রেনের নেতৃত্ব শান্তির প্রতি তাদের সদিচ্ছা প্রদর্শন করবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সামরিক সহায়তা দেয়া হবে না। এর মধ্যে রয়েছে ইউক্রেনে পৌঁছানোর পথে থাকা বা পোল্যান্ডে অবস্থানরত অস্ত্র ও সামরিক সরঞ্জাম।

এই সাময়িক সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে, এ বিষয়ে তিনি হোয়াইট হাউসে কোনো আনুষ্ঠানিক আলোচনা করেননি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জেলেনস্কির কাছে আরও বেশি কৃতজ্ঞতা আশা করেছেন, বিশেষ করে ওয়াশিংটনের সহযোগিতা সম্পর্কে।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার সহায়তা প্রদান করেছে। তবে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, এটি কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়, বরং সাময়িক ভিত্তিতে সহায়তা বন্ধ রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স

Exit mobile version