প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ কিয়েভের সেন্ট মাইকেল স্কোয়ারে ধ্বংস হওয়া রাশিয়ান সামরিক সরঞ্জামের একটি প্রদর্শনী পরিদর্শন করেছেন

অনলাইন ডেস্ক : শারীরিক সহিংসতা ও বৈষম্যসহ এমন অনেক অভিযোগ এনে নাগরিকদের কানাডায় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২২ এপ্রিল শনিবার এ তথ্য জানিয়েছে ব্রিটেনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। প্রথম থেকেই ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে কানাডা। এর জেরে শতাধিক রুশ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অটোয়া। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ওপর একইভাবে নিষেধাজ্ঞা দেয়। এ নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

রুশ নাগরিকদের প্রতি বৈষম্যের অনেক উদাহরণ টেনে কানাডায় না যেতে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভ্রমণ সতর্কবার্তায় জানিয়েছে, শারীরিক সহিংসতাসহ, পর্যটন, শিক্ষা এবং ব্যবসায়িক সম্পর্কের অংশ হিসেবে কানাডায় রুশ নাগরিকদের আপতাত ভ্রমণে বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে। গত ২০ এপ্রিল, বৃহস্পতিবারের পরামর্শটি ২২ এপ্রিল, শনিবার মন্ত্রণালয়ের প্রধান টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়।

২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর কানাডা তার নাগরিকদের রাশিয়ায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল। জবাবে রাশিয়া গত সপ্তাহে অলিম্পিয়ানসহ কানাডার ৩৩৩ কর্মকর্তা এবং জনসাধারণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শারীরিক সহিংসতা ও বৈষম্যসহ এমন অনেক অভিযোগ এনে নাগরিকদের কানাডায় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে মস্কো।

ইউক্রেনকে আরও ২৮ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা :
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে শক্তিশালী করতে গত ২১ এপ্রিল, শুক্রবার নতুন করে আরও ৩৯ মিলিয়ন কানাডিয়ান ডলার (২৮.৯ মিলিয়ন মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। নতুন এ সামরিক সহায়তার সঙ্গে ন্যাটোর মাধ্যমে ৪০টি স্নাইপার রাইফেল, ১৬টি সামরিক বার্তা প্রেরণের রেডিও সেটও কিয়েভকে দান করবে কানাডা।
জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে ২১ এপ্রিল, শুক্রবার কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ ইউক্রেনকে এ সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

কানাডার রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া :
মস্কোতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে গত ১৮ এপ্রিল, মঙ্গলবার বিকেলে তাদেরকে ডাকা হয় বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ঢালাও হস্তক্ষেপ এবং নিজেদের ক‚টনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডের কারণে রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। রুশ সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সমন পেয়ে কানাডার রাষ্ট্রদূত অ্যালিসন লো-ক্লেয়ার সেখানে পৌঁছান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরোনোর সময় তিনি কোনো মন্তব্য করেননি।

জানা গেছে, রাশিয়ার সরকারবিরোধী সংগঠক ভ্লাদিমির কারা-মুরজার বিরুদ্ধে দেওয়া রায়ের বিষয়ে পশ্চিমা দেশগুলো যে বিবৃতি দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে তিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রাশিয়া ও ব্রিটেনের দ্বৈত নাগরিক ভ্লাদিমির কারা-মুরজা। রাশিয়ার আদালত সোমবার তাকে রাষ্ট্রদ্রোহিতা, ইউক্রেনে আক্রমণের সমালোচনা ও অন্যান্য অপরাধে ২৫ বছরের সাজা দিয়েছে।

সূত্র : রয়টার্স, সিবিসি নিউজ