অনলাইন ডেস্ক : ইউক্রেনকে অস্ত্র দেয়ার সরকারি নীতির বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার জার্মান নাগরিক। মঙ্গলবার ‘ইউনিটি ডে’ উপলক্ষে রাজধানী বার্লিনে প্রায় ৪৬০০ মানুষ জড়ো হন। ‘জার্মানি পার্টি’ আয়োজিত ওই সমাবেশ থেকে অনেকগুলো রাশিয়ার পতাকা ওড়াতেও দেখা যায়। তারা ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ করতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানান।
আরটি জানিয়েছে, বিক্ষোভকারীরা ইউক্রেনীয় শরণার্থীদের বিরুদ্ধেও নানা প্লাকার্ড নিয়ে হাজির হন। এই দলটি কট্টোর ডানপন্থি এবং শরনার্থীবিরোধী। তবে ডুসেলডর্ফ শহরে বামপন্থী দলগুলোও একই দাবিতে বিক্ষোভ করেছে মঙ্গলবার। তারাও ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধের দাবী জানিয়েছে সরকারের প্রতি। সামরিক জোট ন্যাটোকে ছাড়াই জার্মানি যেনো ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে সেই দাবি তোলেন তারা। এছাড়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা কিংবদন্তি সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিও তোলেন তারা। বর্তমানে অ্যাসাঞ্জ বৃটেনের একটি কারাগারে বন্দি আছেন।
তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার প্রক্রিয়া চলছে। এক বিক্ষোভকারী ভিডিও নিউজ এজেন্সি রুপ্টলিকে বলেন, গত ৭০ বছর ধরে যুক্তরাষ্ট্র একের পর এক যুদ্ধ শুরু করে যাচ্ছে। তারা বলছে, এটা গণতন্ত্রের জন্য। কিন্তু বাস্তবে এটি আসলে খনিজ সম্পদের জন্য।