অনলাইন ডেস্ক : ১০ ফেব্রুয়ারি কিয়েভের বাইরে বরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউক্রেনের সেনাদের অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে আমেরিকা। রাশিয়া এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে একটি কূটনৈতিক নোট পাঠিয়ে সতর্ক করে দিয়েছে যে, ইউক্রেনে ‘সংবেদনশীল’ মার্কিন অস্ত্র সরবরাহ এই সংঘাতে নতুন করে ইন্ধন যোগাচ্ছে এবং এই কার্যক্রম আগামী দিনে অনাকাঙ্খিত পরিণতি ডেকে আনতে পারে।
ওয়াশিংটন পোস্ট- এর হাতে একটি তথ্য এসেছে যাতে দেখা গেছে : ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। যাতে ছিল ১৫৫ মিমি হাউইটজার, দূরপাল্লার আর্টিলারি যা রাশিয়ান সিস্টেমের সাথে মেলে, উপকূলীয় প্রতিরক্ষা ড্রোন এবং সাঁজোয়া যান, সেইসাথে অতিরিক্ত বহনযোগ্য বিমান বিধ্বংসী অ্যান্টিট্যাঙ্ক অস্ত্র এবং লক্ষ লক্ষ গোলাবারুদ। পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনীয়দের জন্য সামরিক সাহায্য, অস্ত্র প্রশিক্ষণ জোরদার করবে। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ-পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে চালানের সুবিধাও দিয়েছে। যার মধ্যে সোভিয়েত-যুগের S-300 লঞ্চারগুলি উল্লেখযোগ্য , ইউক্রেনীয় বাহিনী ইতিমধ্যেই এগুলি চালানোর প্রশিক্ষণ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র স্লোভাকিয়ায় একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম মোতায়েন করছে এবং দীর্ঘমেয়াদী প্রতিস্থাপনের বিষয়ে স্লোভাকিয়ার সাথে পরামর্শ করছে।
বাইডেনের নির্দেশমত মার্কিন কর্মকর্তারা কয়েকদিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে বলে জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। কারণ রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে একটি বড় হামলার জন্য জড়ো হচ্ছে বলে খবর , উপকূলীয় স্ট্রিপ বরাবর এটি দক্ষিণে রাশিয়ান-অধিকৃত ক্রিমিয়ার সাথে সংযুক্ত। ইউক্রেনের সামরিক বাহিনী এবং স্থানীয় প্রতিরোধ বাহিনীর হাতে অপমানজনক পরাজয়ের পর রাজধানী কিয়েভসহ দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশ থেকে রাশিয়ান সৈন্যরা সরে গেছে ।
একজন সিনিয়র মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘আমরা আমাদের ইউক্রেনীয় অংশীদারদের যে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে আসছি তা অসাধারণভাবে কার্যকর প্রমাণিত হচ্ছে।’ যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবিষয়ে মন্তব্য করতে চায়নি। সিআইএ-র প্রাক্তন পরিচালক এবং রাশিয়ার উপদেষ্টা জর্জ বিবে বলেছেন , ‘ মস্কো এখন বেছে বেছে ইউক্রেনের সরবরাহ ডিপোগুলিকে লক্ষ্যবস্তু করছে। যদি রাশিয়ান বাহিনী যুদ্ধের পরবর্তী পর্যায়ে হোঁচট খায় , তাহলে আমি মনে করি রাশিয়া ন্যাটো অঞ্চলে আক্রমণ বাড়িয়ে দেবে। ‘ পেন্টাগনের মুখপাত্র জন কিরবির মতে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ান অনুপ্রবেশের পর ইউক্রেনকে দেয়া মোট ৩.২ বিলিয়ন মার্কিন সামরিক সহায়তার বিষয়টি গত মঙ্গলবার ফাঁস হয়ে যায়। বুধবার একটি পাবলিক ঘোষণায়, বাইডেন বলেছিলেন রাশিয়া পূর্ব ইউক্রেনে বৃহত্তর হামলার প্রস্তুতি নিচ্ছে। এরপরই কিয়েভ সরকারকে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যাপক সরবরাহের প্রেক্ষাপটে রাশিয়ার উদ্বেগের কথা জানিয়ে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে রাশিয়ান দূতাবাস একটি নোট পাঠিয়েছিল। যদিও রাশিয়ান দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি । ওয়াশিংটন অন্যান্য দেশকে রাশিয়ার সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বন্ধ করতে এবং সোভিয়েত যুগের অস্ত্র যাদের আছে তাদের ইউক্রেনে হস্তান্তর করার জন্য চাপ দিচ্ছে। এর প্রেক্ষিতে রাশিয়ান নোটে লেখা হয়েছে , ‘আমরা ইউক্রেনের দায়িত্বজ্ঞানহীন সামরিকীকরণ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি আহ্বান জানাই, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে ” । পুতিন বলেছেন ইউক্রেনের সাথে শান্তি আলোচনা নিয়ে ‘অচলাবস্থা’ জারি আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারা ইউক্রেনে পাঠানো অস্ত্র ও সিস্টেমের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন বলে জানাচ্ছেন পেন্টাগনের মুখপাত্র কিরবি। পুতিন যুদ্ধের আগেই স্মরণ করিয়ে দিয়েছিলেন ‘পশ্চিমা দেশগুলি যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে তবে ইতিহাস বলছে তারা যেকোনও পরিণতির মুখোমুখি হতে পারে। ”এখন সেকথাই আরো একবার আমেরিকাকে নোট পাঠিয়ে মনে করিয়ে দিল রাশিয়া।