Home আন্তর্জাতিক ইংল্যান্ডের সব স্কুলে নিষিদ্ধ হচ্ছে মোবাইল ব্যবহার

ইংল্যান্ডের সব স্কুলে নিষিদ্ধ হচ্ছে মোবাইল ব্যবহার

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করছে দেশটির সরকার। দেশটির শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান বলেন, শিক্ষা দপ্তর প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা এই সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, অফকমের এক প্রতিবেদন অনুযায়ী ১ থেকে ১২ বছরের শিশুদের ৯৭ শতাংশ স্কুলে ফোন ব্যবহার করছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘তুমি স্কুলে যাবে, পড়াশোনা করবে, বন্ধুত্ব করবে। অনেকের সঙ্গে পরিচয় হবে, সামাজিকতা বাড়বে এবং শিক্ষিত হবে। ফোন নিয়ে একা বসে থাকার জন্য তুমি স্কুলে যাও না।’

ফোন ব্যবহার নিষিদ্ধ করার ব্যাপারে নতুন আইনে প্রধান শিক্ষকদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা যেভাবে সুবিধা মনে করেন তা বাস্তবায়ন করতে পারবেন। ফোন বাড়িতে রেখে আসতে বলতে পারেন, কিংবা আসার সময় জমা দিতে হতে পারে। আবার কাছে রাখারও অনুমতি দেওয়া যেতে পারে স্কুলটাইমে ব্যবহার না করার শর্তে।

দপ্তর থেকে দেওয়া ১৩ পৃষ্ঠার নির্দেশিকায় বলা আছে, ফোন ব্যবহার শুধুমাত্র যোগাযোগ জন্য ববাহর হবে। একইসঙ্গে শিক্ষকরাও এই সময়ে ফোন ব্যবহার করতে পারবেন না। জরুরি কাজের প্রয়োজনে শুধুমাত্র ফোন ব্যবহার করা যাবে।

এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন অভিভাবকরাও। তাদেরও সরসারি শিক্ষার্থীকে ফোন না দিয়ে স্কুলের অফিসিয়াল ফোনের মাধ্যমে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Exit mobile version