Home খেলাধুলা ইংলিশদের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত?

ইংলিশদের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত?

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে খেলার অনুমতি পেতে পারে ইংলিশ ক্রিকেটাররা। একই সময় তাদের বাংলাদেশে সফর করার কথা রয়েছে। তবে, রুট-মর্গানরা যদি আইপিএল খেলতে যান, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে এ সফর। ব্রিটিশ গণমাধ্যমে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ সোমবার এক প্রতিবেদনে টেলিগ্রাফ জানায়, ক্রিকেটাররা আইপিএল খেলতে গেলে বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে। কেননা, এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে বসবে আমিরাতে।

প্রতিবেদনে আরও বলা হয়, শুরুতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেটাররা দেশে হয়ে খেলার কথা বললেও এখন মতামত বদলে নিয়েছে তারা। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের পরই ক্রিকেটারদের ছুটি দেবে ইসিবি। এ সময় আইপিএলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ক্রিকেটাররা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তাদের আসার কথা থাকলে এখন তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। কেননা, দলের বেশিরভাগ খেলোয়াড়ই থাকতে পারেন আইপিএলে।

 

Exit mobile version