অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো স্যাংশনের পরোয়া করি না। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ আবার অন্ধকারে চলে যাবে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তাদের অন্তরে পাকিস্তান।
সরকার প্রধান আরও বলেন, কোনো ষড়যন্ত্র দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। বাংলাদেশ কারো কাছে হাত পেতে নয় নিজেদের মর্যাদা নিয়ে এগিয়ে যাবে।
তিনি বলেন, দেশবিরোধী অপ্রপ্রচার আর ষড়যন্ত্রের জবাব দেয়া হচ্ছে উন্নয়নের মাধ্যমে।