অনলাইন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনে আহতরা যেই দলেরই হোক না কেন, সরকার তাদের চিকিৎসার দায়িত্ব নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার। আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। এ সময় আহতের আয়-রোজগারের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।

প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না?

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াতের সহিংসতা-বর্বরতার বিরুদ্ধে দেশে-বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। আহতদের সব ধরনের চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের নির্দেশ দেন তিনি।

এর আগে আজ সকালে রাজধানীর রামপুরায় কোটা সংস্কার আন্দোলনের সময় হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন শেখ হাসিনা