Home আন্তর্জাতিক আল-শিফা হাসপাতালের পরিচালকের মুক্তি বড় ভুল: নেতানিয়াহু

আল-শিফা হাসপাতালের পরিচালকের মুক্তি বড় ভুল: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : গাজার সবচেয়ে বড় হাসপাতালের প্রধানকে সোমবার মুক্তি দিয়েছে ইসরাইল। তাকে সাত মাস আটকে রেখে নির্যাতন করা হয়। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই পরিচালকের মুক্তিকে ‘গুরুতর ভুল’ বলে সমালোচনা করেছেন।

গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধের সূত্রপাত হয়। এরপর আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াসহ বন্দি কয়েক ডজন ফিলিস্তিনিকে নিয়ে গাজায় ফেরত পাঠানো হয়েছে।

হাসপাতালের অন্যান্য কর্মীদের সঙ্গে আবু সালমিয়াকে আটক করার পর গত ২৩ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করে।

হামাস সামরিক অভিযানের জন্য আল-শিফাসহ হাসপাতালগুলিকে ব্যবহার করছে বলে অভিযোগ করে ইসরাইলের সামরিক বাহিনী। তবে হামাস তা অস্বীকার করে আসছে।

নেতানিয়াহু জানান, শিন বেট গোয়েন্দা সংস্থাকে মুক্তির বিষয়ে তদন্ত পরিচালনা করতে এবং মঙ্গলবারের মধ্যে তাকে ফলাফল সরবরাহ করার নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতিতে নেতানিয়াহু আরও বলেন, ‘শিফা হাসপাতালের পরিচালকের মুক্তি একটি গুরুতর ভুল এবং একটি নৈতিক ব্যর্থতা। যার নেতৃত্বে আমাদের লোকজনদের অপহরণ, হত্যা ও কারাগারে আটকে রাখা হয়েছিল।

তিনি যোগ করেন, ‘রাজনৈতিক মহলের অজান্তেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

Exit mobile version