অনলাইন ডেস্ক : অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলি পুলিশের পাহারায় পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ‘হামলা’ চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসতি স্থাপনকারীরা দলে দলে এসে ফিলিস্তিনিদের ‘উত্তেজিত’ করার জন্য ঘটনাস্থলে ঘুরে বেড়িয়েছে।
ওয়াফা বলছে, গোটা পুরাতন শহরজুড়ে ব্যাপকভাবে ইসরাইলি বাহিনী মোতায়েন রয়েছে। আল-আকসার দিকে যাওয়া প্রতিটি গেটে সেনা বা পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ওয়াফা’র কাছে ওই এলাকাটিকে এখন ‘সামরিক ব্যারাকের’ মতো বলে বর্ণনা করেছেন।
আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের চেষ্টার ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি পুলিশ।
এদিকে, চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অধিকৃত জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ভিডিও।
প্রতিবেদন মতে, কট্টরপন্থি বসতি স্থাপনকারীদের সমর্থক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের এআই-নির্ভর ভিডিওটি প্রকাশ করা হয়।
ওই ভিডিওতে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ ধ্বংস এবং তার জায়গায় থার্ড টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে।