অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টায় ১৪ ফেব্রুয়ারি থেকে স্কুলে শিক্ষাথীদের আর বাধ্যতুমূলক মাস্ক পরে আসতে হবে না। প্রাদেশিক শিক্ষামন্ত্রী বলেছেন, ১৪ই ফেব্রæয়ারির পর থেকেই স্কুল বোর্ডগুলো তাদের নিজস্ব মাস্কিং নিয়ম চালু করতে পারবে। তবে অভিভাবকেরা সরকারের এই নিয়মের সমালোচনা করে বলেছেন- এতে শিক্ষার্থীদের মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। অনেকেই সিদ্ধান্তকে একটি ‘রাজনৈতিক চাল’ বলে মনে করছেন।

গত মঙ্গলবার এক সরকারি আদেশে বলা হয়, ১৪ ফেব্রুয়ারি থেকে ১২ বছর ও তার কম বয়সী শিশুদের আর বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে না। স্কুলগুলোতেও সব বয়সী শিক্ষার্থীর জন্য মাস্কের প্রয়োজনীয়তা তুলে নেওয়া হবে। এর মধ্যে যদি করোনা পরিস্থিতির উন্নতি হতে থাকে তাহলে ১ মার্চ থেকে আরও কিছু বিধি-নিষেধ শিথিল করা অথবা তুলে নেওয়া হবে। সরকারি ঘোষণার সমালোচনা করে এডমন্টনের একজন অভিভাবক এডিকেন্ট বলেন, আমার বিশ্বাস এটি একটি ‘রাজনৈতিক’ সিদ্ধান্ত। আমাদের প্রিমিয়ার একটি ‘গুরুত্বপূর্ণ’ সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। আর সেটি করতে গিয়ে তিনি আমাদের শিশুদের বলির পাঠা বানিয়েছেন।

কেন্ট আরো বলেন, প্রিমিয়ার জেসন কেনি মনে করছেন যে শিশুরা করোনায় এতটা আক্রান্ত হবে না। কিন্তু তার ধারণা ঠিক নয়। শিশুদের বিপদ এখনো পুরোপুরি কাটেনি। তাই এখনই এ ধরনের সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে মাস্ক। বিশেষ করে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মাস্ক খুবই কার্যকর একটি কৌশল। কাজেই সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মাস্ক ব্যবহারের নিয়ম বাতিল করা উচিত হবে না। আলবার্টা প্রশাসনের নতুন সিদ্ধান্ত নতুন বিপদ ডেকে আনতে পারে। এডমন্টনের একজন অভিভাবক নিকোলা, ডোহাটি বলেছেন, যেদিন সরকারি ঘোষণা দেওয়া হয়েছে সেদিনই আলবার্টায় করোনায় ১৩ জনের মৃত্যুর খবর এসেছে। এমন অবস্থায় এখনই কেন মাস্কের বাধ্য-বাধকতা তুলে নেওয়া হচ্ছে? তিনি বলেন, সরকার একদিকে প্রদেশের সব স্কুলে ১৬.৫ মিলিয়ন মাস্ক পাঠাচ্ছে, অন্যদিকে মাস্কের বিধি-নিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিচ্ছে। বিষয়টি সত্যিই আমাকে হতবাক করছে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র মেকেঞ্জি কিবলার এক বিবৃতিতে বলেছেন, গত সাতদিন ধরে করোনা সংক্রমনের হার কমেছে। প্রদেশের বেশিরভাগ এলাকায় নজরদারিতে ভাইরাসের মাত্রা হ্রাস পেতে দেখা গেছে। তাই নতুন স্বাস্থ্য বিধি ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আলবার্টায় ওয়েস্টউইন্ড স্কুল বিভাগের সুপারিনটেনডেন্ট ডেরেন মাজুটিনেক বলেন, স্কুলগুলো এখন অনেক নিরাপদ। আপনি এখানে মাস্ক ছাড়াই আসতে পারেন। তাছাড়া অনেক শিশু শ্রেণিকক্ষে সারাক্ষণ মুখে মাস্ক রাখতে চায় না। তাই আমার মনে হয় সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : সিবিসি