বিনোদন ডেস্ক : আর্থিক প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসে হাজিরা দিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। পাশাপাশি আবার ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও।

ফর্টিস হেল্থ কেয়ারের প্রোমোটার শিবিন্দর সিংয়ের পরিবারকে প্রায় ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে সুকেশ চন্দ্রশেখর এবং লীনা পলকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে।সুকেশ ও লীনার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও তোলাবাজির অভিযোগ এনে এফআইআর দায়ের করেছে ইডি। এজেন্সি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের সঙ্গে তার যোগাযোগের বিষয়ে জানতেই ফাতেহিকে ডাকা হয়েছে।

এর আগে ১৫ অক্টোবর অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নোরা ফাতেহি ও জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে প্রতারণা করেছিলেন চন্দ্রশেখর। তাই সাক্ষী হিসেবেই তাদের বয়ান নেওয়া হচ্ছে।