Home রাজনীতি আরে বড় হওয়ার স্বপ্নে আমি বাধা নাকি: মেয়র তাপসকে খোকন

আরে বড় হওয়ার স্বপ্নে আমি বাধা নাকি: মেয়র তাপসকে খোকন

অনলাইন ডেস্ক : নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করার পেছনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ইন্ধন রয়েছে বলে মনে করেছেন সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, আরে বড় হওয়ার স্বপ্নে সাঈদ খোকন বাধা নাকি? তুমি (তাপস) বড় হও তাতে আমার কি? আমাকে মেরে বড় হইতে হবে নাকি, হ্যাঁ।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাঈদ খোকন। কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই মেয়র।

সাঈদ খোকন বলেন, দুর্নীতি দমন কমিশনের এহেন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংঘটিত হয়েছে। দুদক তদন্ত করতেই পারে। কিন্তু কারো প্ররোচনায় কোন দলাদলিতে দুদক নিজেকে জড়াবে একজন নাগরিক হিসেবে আমি এটা প্রত্যাশা করি না।

তিনি বলেন, মেয়র তাপস কত পারসেন্ট ভোট পেয়েছেন এই শহরের মানুষ জানেন, এই শহরের মানুষ জানে।

Exit mobile version