Home আন্তর্জাতিক আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষে ক্ষমা পাচ্ছেন ১৫১৮ জন কারাবন্দি

আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষে ক্ষমা পাচ্ছেন ১৫১৮ জন কারাবন্দি

অনলাইন ডেস্ক : দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম পবিত্র রমজান উপলক্ষে ১ হাজার ৫১৮ জন কারাবন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন। যারা বিভিন্ন অপরাধের কারণে সেখানে বন্দি আছেন। খবর গালফ নিউজ

দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ইশাম ইশা আল-হুমাইদান বলেন, শেখ মুহাম্মাদের উদারতার কারণে তাদের ছেড়ে দেয়া হচ্ছে। যাতে তারা পবিত্র রামজান মাসে তাদের পরিবারের সঙ্গ আবারও মিলিত হতে পারে।

আল-হুমাইদান আরও বলেন, দুবাই পাবলিক প্রসিকিউশন পুলিশের সঙ্গে সমন্বয় করে ইতোমধ্যে শেখ মুহাম্মাদের আদেশ বাস্তবায়নের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে।

এদিকে আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় ওইদিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে। কিন্তু ওইদিন চাঁদ দেখা না গেলে পরের দিন ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র এ মাস।”

আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান। এ মাসে আরব আমিরাতসহ বিশ্বের কোটি কোটি মানুষ রোজা রাখেন। আরবি মাসগুলো নির্ধারণ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এই মাসটিতে মুসল্লিরা ইবাদত-বন্দেগি বাড়ানোর পাশাপাশি দান করাও বাড়িয়ে দেন।

Exit mobile version