স্পোর্টস ডেস্ক : এবারের কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে চমক দেখায় মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে মরক্কো। দুর্দান্ত পারফরম্যান্সে মরক্ককোকে সেমিফাইনালে তুলতে সাহায্য করেন পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমি।
বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করার সুবাদে আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন আশরাফ হাকিমি। শনিবার (২১ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ড সেরেমনি’-তে মায়ের সঙ্গে হাজির হন হাকিমি। তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম, এখানে এসে সত্যিই খুশি আমি। সৌদি আরব একটি বিশেষ দেশ। মায়ের সঙ্গে এখানে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। তিনি আমার পাশে আছেন। পিএসজি এবং আমার দেশ মরক্কোকেও পাশে থাকার জন্য ধন্যবাদ। এখানে এসে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।’
কাতার বিশ্বকাপে ম্যাচ জয়ের পর মায়ের সঙ্গে উদযাপন করে পুরো বিশ্বের নজর কেড়েছিলেন হাকিমি। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর বীরোচিত সংবর্ধনা পায় হাকিমি ও তার সতীর্থরা।