পার্থ সারথী দেব, মিশিগান : করোনাভাইরাস প্রতিরোধে আমেরিকা ও কানাডার ব্যস্ততম সীমান্ত পারাপার আরও এক মাসের জন্য বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন দুই দেশের কর্মকর্তারা। ১৬ জুন এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আগামী ২১ জুলাই পর্যন্ত দুই দেশের সীমান্ত পারাপার বর্ধিত করার ঘোষণা দিয়েছেন।
তবে অপরিহার্য বা জরুরি বিষয়, যেমন: স্বাস্থ্যসেবাকর্মী, বাণিজ্য, কাজের জন্য আসা-যাওয়া কর্মী এর আওতার বাইরে থাকবে। করোনাভাইরাস প্রতিরোধে গত ২১ মার্চ থেকে দুই দেশের সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞা শুরু হয়েছিল। দুই দেশের নাগরিকদের নিরাপদে রাখতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একমত হয়ে দুই দেশের সীমান্ত ভ্রমণ বন্ধ ঘোষণা করেছিলেন। দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকায় সীমান্তের অন্য পারে থাকা মানুষ দুর্ভোগে পড়বে এবং অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মিশিগানের পর্যটনশিল্পের ওপর এর ব্যাপক প্রভাব পড়বে বলে অভিজ্ঞ মহল মনে করে। কানাডা থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ মিশিগানে আসেন।
এদিকে ১৯ জুন জেনারেল মোটরস কোম্পানি সারা বিশ্বে তাদের সব কটি প্ল্যান্টে ৮ মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন করবে। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ঘাড়ে একজন পুলিশ কর্মকর্তা ৮ মিনিট ৪৬ সেকেন্ড ধরে হাঁটুচাপা দেয়। এতে জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়।
জেনারেল মোটর কোম্পানির প্রেসিডেন্ট মার্ক রিউস ১৬ জুন কর্মীদের এক অভ্যন্তরীণ মেমো পাঠিয়ে ১৯ জুন ওই সময় ধরে নীরবতা পালন করতে বলেছেন। তিনি বলেন, এ নীরবতা পালন কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ ও ধারাবাহিক বর্ণবাদ এবং অবিচারের বিরুদ্ধে সংগ্রামে আমাদের সমর্থন।