Home সাহিত্য আমি শুধু মরমে মরি

আমি শুধু মরমে মরি

মুন্নি আহমেদ : আমি আমার সবটা দিয়ে তোমার চাওয়া পূরণ করবো, এটাই আমার দৃঢ় চাওয়া। কখনো কখনো হয় না কেন, কিছুই করা আমার মনের মতো! আমি চাই, সুখ পায়রাগুলোকে জড়ো করবো তোমার মনের খাঁচার মন-কুঠিতে কিন্তু কখনো কখনো হয় না কেন, সব ইচ্ছে পূরণ আমার একান্ত ইচ্ছে থাকা সত্বেও। কি করবো তুমি বলো তো!

আমি বুঝি না, তোমার অধিকার
আছে কিনা কোনোই উপর আমার,
আমি এও জানি না,
তোমার ইচ্ছে মতো চলা
আমার আসলেও সম্ভব হবে কিনা!
আমি জানি না,
কিছুই মনে হয় জানি না।
আমি শুনতে চাই না,
তোমার খুউব কষ্টের কথা
আমি এও বুঝতে পারি না,
আমার কিভাবে সম্ভব,
তোমার দু:খ দূর করা!
আমি জানতে চাই না,
কিসে তোমার পরম সুখ
আমি হয়তো পারবো না,
এনে দিতে তোমার সুখ পাখিটা।
আমি করতে পারি না,
তোমার জন্য মনের মতো যথেচ্ছা।
আমি খুব ভালোই জানি আমার অকর্মন্যতা!
আমি পারছি না
আমার মনের মতো দিতে
তোমার আমার প্রেম নমুনা,
আমি শুধু মরমে মরি
যখন আমায় কুড়ে কুড়ে খায়
আমার না দিতে পারার অপারগতা!

Exit mobile version