স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ফর্মের তুঙ্গে ফিরেছেন। এখন পর্যন্ত চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি। পয়েন্ট টেবিলে নিচে থাকা বার্সেলোনা শিরোপার আশা জাগিয়ে তুলেছে। কোপা দেল রে’র ফাইনালে উঠেছে তার দল। তারপরও মৌসুম শেষে মেসি বার্সায় থাকবেন সেই নিশ্চয়তা নেই।

শর্ত যোগে ওই অনিশ্চয়তার পালে জোর হাওয়া দিলেন বার্সার প্রেসিডেন্ট প্রার্থী হুয়ান লাপোর্তা। নির্বাচিত হওয়ার দৌড়ে এড়িয়ে থাকা লাপোর্তার মতে, তিনি যদি কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান তাহলে মেসি আর ক্যাম্প ন্যুতে থাকবেন না।

লাপোর্তা বলেন, ‘আমি নিশ্চিত, যদি প্রেসিডেন্ট নির্বাচনে অন্য কেউ (আমি ছাড়া) নির্বাচিত হন, তাহলে মেসি বার্সেলোনায় থাকবেন না। মেসির সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। সম্পর্কটা সম্মানের। ক্লাবের পরিস্থিতি বিবেচনা করে আমি তাকে নতুন চুক্তির প্রস্তাব দেব।’

তিনি জানান, করোনার কারণে বার্সার আর্থিক কাঠামো ভেঙে যাওয়ায় হয়তো তারা মেসিকে আর্থিকভাবে খুব বেশি বড় প্রস্তাব দিতে পারবেন না। কিন্তু যে প্রস্তাবই দেবেন মেসি সেটা মেনে নেবেন বলে আশা তার। কারণ মেসি তার ক্যারিয়ার কাতালান শিবিরেই শেষ করতে চান।

মেসি গত মৌসুম শেষেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন। ম্যানসিটি তাকে দলে নেওয়ার জোর চেষ্টা চালিয়েছে। কিন্তু রিলিজ ক্লজের শর্ত দিয়ে সাবেক বার্সা প্রেসিডেন্ট বার্তামেউ তাকে আটকে দেন। এরপর অবশ্য বার্তামেউ পদত্যাগ করেছেন। মেসিরও মন কিছুটা নরম হয়েছে। তিনি তাই জানিয়েছেন, ক্লাব ছাড়ার ব্যাপারে তিনি মৌসুম শেষে ভাববেন।