অনলাইন ডেস্ক : ‘পৃথিবীর ফুসফুস’ হিসেবে খ্যাত আমাজনে আশঙ্কাজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। ব্রাজিলের ন্যাশনাল স্পেস এজেন্সি বলছে, গত বছরের জুলাইয়ের চেয়ে এই বছরের ওই মাসে অগ্নিকাণ্ডের ঘটনা আমাজন অঞ্চলে অনেক বেড়েছে।
স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায়, আমাজনে গত বছরের চেয়ে প্রায় ২৮ শতাংশ বেশি অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো আমাজন বন পরিষ্কার করে কৃষিকাজ এবং খনি উত্তোলণের কাজের জন্য এর আগে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে আন্তর্জাতিক তদন্তকারীদের চাপের মুখে পড়ে গত জুলাই মাসের প্রথম দিকে আমাজন অঞ্চলে আগুন লাগানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে ব্রাজিল সরকার।
এদিকে সম্প্রতি সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় গত বছরের মতো আমাজনে আবারো দাবানল শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে ব্রাজিলের আমাজন এনভায়রনমেন্টাল রিসার্চ ইন্সটিটিউটের প্রধান আনে আলেঙ্কার বলেন, এটা খুব ভয়াবহ ইঙ্গিত। আমরা আশা করছি আগস্টে একটি কঠিন মাস হবে এবং সেপ্টেম্বরে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।