অনলাইন ডেস্ক : মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগ্যাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি এই খেতাব পেলেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
টাইম ম্যাগাজিন বলেছে, ঐতিহাসিক প্রত্যাবর্তন, প্রজন্মের রাজনৈতিক পুনর্গঠনে নেতৃত্বদান, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনরায় জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্প টাইমের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব।
টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেছেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি ‘ভালো কিংবা খারাপ’ যাই হোক না কেন, ২০২৪ সালে গণমাধ্যমের খবরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন।
এর আগে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছিলেন ট্রাম্প।