গত ৫ই সেপ্টেম্বর, ২০২০, শনিবার, ইস্টার্ন সময় সন্ধ্যা ৮:৩০ -এ উত্তর আমেরিকার বাংলাদেশী কৃষিবিদদের বৃহত্তম সংগঠন ABACAN (Association of Bangladeshi Agriculturists in Canada) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৫৮জন সদস্য ভারচুয়ালী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য আমেরিকা ও বাংলাদেশ থেকে তিনজন সদস্যও এই সভায় যোগদান করেন। আবাকান এর সভাপতি কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা এর সভাপতিত্তে¡ ও সাধারণ সম্পাদক কৃষিবিদ একেএম গোলাম কিবরিয়া – এর সঞ্চালনায় সভা শুরু করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর সন্মানিত ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. লুত্ফুল হাসান। সভাপতি মহোদয় প্রধান অতিথি ও উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন। অর্থ সম্পাদক কৃষিবিদ কামরুল ইসলাম খান ২০১৯-২০ অর্থ বছরের আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন। এরপর সাধারণ সম্পাদক গত বছরের কার্যবিবরণী পেশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো আবাকান ফামিলি নাইট, ২০২০ যা সবার প্রশংসা কুড়ায়। বীজ, উপকরণ, চারা বিতরণ এবং ফলোআপ করা ছিলো এবারের নতুন সংযোজন। কয়েকটি সবজি বাগান পরিদর্শনের মাধ্যমে দেখা যায় যে আবাকনের প্রশিক্ষণ, চারা বীজ ও সার বিতরণের ফলে আশাবাঞ্জক সবজি উত্পাদন হয়েছে। সে কারণে ভবিষ্যতে আরও ফলোআপ এর প্রতি সমর্থন পাওয়া যায়। এ ছাড়া Access Alliance এর সাথে যৌথভাবে কার্যক্রম চুক্তি স্বাক্ষর ছিল একটি অন্যতম সফলতা। University of Toronto এর সাথে যৌথভাবে বাংলাদেশী প্রচলিত সবজির চাষের কার্যক্রম শুরু করলেও COVID-19 এর কারণে এ বছরের জন্য তা আর এগোয়নি। এছাড়া সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য ফান্ড সংগ্রহ ও বিতরণ করা হয়েছে। এরপর সভায় উম্মুক্ত আলোচনায় সবাই ABACAN এর কার্যক্রম কে সাধুবাদ জানান। ভবিষ্যতে এর উন্নয়ন এর জন্য বিভিন্ন সাজেশন দেন। প্রধান অতিথি প্রফেসর ড. লুত্ফুল হাসান তার বক্তব্যের মাধ্যমে ABACAN এর কার্যক্রমের ভুয়শি প্রশংসা করেন, ভবিষ্যেত কিভাবে এসব কার্যক্রম আরো সুষ্টভাবে এগিয়ে নেয়া যায় তার দিক নির্দেশনা দেন। তার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তিনি আরো বলেন যে, ভবিষ্যতে কিভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে আবাকানের ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পার্টনারশীপ করা যায় তার জন্য প্রয়োজনীয় উদ্দ্যোগ নেয়া দরকার। সভায় অন্যান্য কৃষিবিদ যারা এই সংগঠনকে এগিয়ে নেয়ার জন্য দিক নির্দেশনাসহ মূল্যবান বক্তব্য পেশ করেন, তাদের মধ্যে রয়েছেন কৃষিবিদ ড. আব্দুল আউয়াল, কৃষিবিদ ড. মোহাম্মদ জয়নাল আবেদিন, কৃষিবিদ প্রকৌশলী মাহবুব রেজা, কৃষিবিদ ড. মোহাম্মদ আলী, কৃষিবিদ ড. হাবিবুর রহমান, কৃষিবিদ ড. সুবোধ চন্দ্র সাহা, কৃষিবিদ ড. মোঃ ফজলুল হক, কৃষিবিদ ড. বাহাদুর মিয়া, কৃষিবিদ ডাঃ আফম হামিদুল হক, কৃষিবিদ প্রণবেশ পোদ্দার, কৃষিবিদ মো: ফয়জুল করিম, কৃষিবিদ মাহবুব আলম, কৃষিবিদ ড. মাহফুজুল হক, কৃষিবিদ কাজী ফেরদৌস, কৃষিবিদ মির্জা মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ নাজমুল হুদা তারেক, কৃষিবিদ প্রকৌশলী গোলাম আযম চৌধুরী, কৃষিবিদ তবারক জাহান সম্রাট, কৃষিবিদ জাহানারা খানম চিনু, কৃষিবিদ ড. দুলাল চন্দ্র পাল, কৃষিবিদ ড. হাসান বাবর, কৃষিবিদ ড. নুরুন্নাহার খানম শিরিন, কৃষিবিদ হাশমত আরা চৌধুরী জুই, কৃষিবিদ শুভ্রা সিউলি সাহা, কৃষিবিদ ইকবাল হোসেন, কৃষিবিদ ড. আশরাফ সহ আরো অনেক সম্মানিত কৃষিবিদ। উল্লেখ্য যে, প্রতি বছর ABACAN পিকনিক ও AGM একত্রে করে থাকে। কিন্তু Pandemic এর কারণে এ বছর তার ব্যতিক্রম হলো। ভবিষ্যতে অবস্থা ভালো হলে আমরা সবাই আবার একত্র হব এই আশা রেখে প্রধান অতিথিকে তার মূলবান সময়, আকর্ষনীয় ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখার ও সম্মানীত উপস্থিত সকল সদস্যদের সহযোগিতর জন্য ধন্যবাদ ও সুস্বাস্থ কামনা করে সভাপতি কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা AGM এর সফল সমাপ্তি ঘোষণা করেন।