Home আন্তর্জাতিক আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে ফের সমালোচিত বাইডেন

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে ফের সমালোচিত বাইডেন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা সোমবার প্রতিবেদন প্রকাশ করবেন। এতে ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহারের সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় বাইডেন প্রশাসনের সমালোচনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে বাইডেন প্রশাসন। ২০২১ সালের ১৬ আগস্ট এই নির্দেশ দেওয়া হয়েছিল। আফগানিস্তান ও ওয়াশিংটনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগেও ব্যর্থ হয়েছে প্রশাসন। এছাড়া আফগান নাগরিকদের দেশ ছাড়ার কাগজপত্র প্রস্তুত করার বিষয়টিও ঠিকমতো করা হয়নি বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়।

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির রিপাবলিকান চেয়ার মাইকেল ম্যাকলের নেতৃত্বে তিন বছর ধরে তদন্ত শেষে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় বিশ্ব মঞ্চে অ্যামেরিকার বিশ্বাসযোগ্যতা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও রিপোর্টে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি রাজনীতির ইস্যু হয়ে উঠেছে।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গতমাসে একটি প্রচারণা ভিডিও তৈরি করেছেন। এতে দেখা যায়, তিনি আর্লিংটন ন্যাশনাল সেমেট্রিতে ভিডিওটি ধারণ করেছেন। সেখানে সেনা প্রত্যাহারের ঘটনার সময় নিহত সেনাদের সমাহিত করা হয়েছে। ২০২১ সালের ২৬ আগস্ট মার্কিন ও আফগান নাগরিকদের কাবুল থেকে সরিয়ে নেওয়ার সময় কাবুল বিমানবন্দরের অ্যাবি গেট এলাকায় আত্মঘাতী হামলা হলে ১৩ জন মার্কিন নাগরিক মারা যান। এই ঘটনার জন্য ট্রাম্প বাইডেন ও কমলা হ্যারিসকে দায়ী করে বক্তব্য দিয়েছেন।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ কমলা হ্যারিস। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার সাত মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঐ ঘটনা ঘটেছিল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর মার্কিন নেতৃত্বাধীন জোট আফগানিস্তানে অভিযান শুরু করেছিল। প্রায় আট লাখ মার্কিন সৈন্য এতে অংশ নেন। মারা যান ২,২৩৮ জন সেনা, আহত হন প্রায় ২১ হাজার। আর স্বাধীন গবেষকদের মতে, এই সময় এক লাখের বেশি আফগান সেনা ও সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।

Exit mobile version