Home আন্তর্জাতিক আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হচ্ছে আজ

আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হচ্ছে আজ

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে অভ্যন্তরীণ বিমান চলাচলের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন আরিয়ানা আফগান এয়ারলাইনস। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার থেকে তারা অভ্যন্তরীণ ফ্লাইট চালু করবে।

এয়ারলাইনটির এক সিনিয়র ম্যানেজার তামিম আহমাদি এএফপিকে বলেন, আমরা তালেবান ও অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সবুজ সংকেত পেয়েছি। আজ থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা আফগান বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, কাবুল বিমানবন্দরে শুক্রবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হবে। তবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে একটু সময় লাগবে।

১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর রাজধানীতে অবস্থিত হামিদ কারজাই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়।

সর্বশেষ গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের শেষ বিমান কাবুল ছেড়ে যায়। এরপরই বিমানবন্দরে কোনো বিমান ওঠানামা করতে দেখা যায়নি। তবে বৃহস্পতিবার রাতে কাতারের একটি সামরিক বিমান এখানে অবতরণ করে।

 

Exit mobile version