Home আন্তর্জাতিক আপসানা বেগমসহ লেবার পার্টির সাত এমপিকে বহিষ্কার

আপসানা বেগমসহ লেবার পার্টির সাত এমপিকে বহিষ্কার

অনলাইন ডেস্ক : লেবার পার্টির সাত এমপিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। পার্লামেন্টে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির আনা দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেওয়ার পক্ষে ভোট দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া এমপিদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আপসানা বেগমও রয়েছেন।

বহিষ্কৃত এমপিদের বেশির ভাগই ছিলেন সাবেক লেবার নেতা জেরেমি করবিনের অনুসারী।

আপসানাসহ সাময়িক বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে রয়েছেন সাবেক শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল, স্যার কিয়ারের নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী রেবেকা লং-বেইলি, রিচার্ড বার্গন, ইয়ান বাইর্ন, ইমরান হোসেন ও জারাহ সুলতানা। তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকছে। আগামী ছয় মাস তারা স্বতন্ত্র সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন।
মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে বেনিফিট দুই সন্তানের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাবটি ৩৬৩-১০৩ ভোটে পরাজিত হয়।

এ প্রস্তাব পাস হলে দুই সন্তানের বেশি সব অভিভাবক ইউনিভার্সেল ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতেন। এই প্রস্তাব পাস হলে যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি হলেও চাইল্ড ট্যাক্স ক্রেডিট (সামাজিক সুবিধা) দাবি করতে পারতেন মা-বাবারা।

সূত্র : দ্য গার্ডিয়ান

 

Exit mobile version