Home আন্তর্জাতিক আপনি রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন : এরদোগান

আপনি রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন : এরদোগান

অনলাইন ডেস্ক : গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলাকে আত্মরক্ষার অধিকার বলে সমর্থন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তীব্র ভাষায় মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। আমাদের এ কথা বলতে আপনি বাধ্য করেছেন। কারণ, আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারছি না।’

চলমান সহিংসতার মাঝেও ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির চুক্তি করায় যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়ে এরদোগান বলেন, ‘আজ আমরা আরও দেখলাম, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছেন আপনি।’

তুরস্কের সরকারি টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বাইডেন সম্পর্কে এরদোগান এ কথাগুলো বলেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের সর্বাত্মক সন্ত্রাসী হামলার মধ্যেই দেশটিকে প্রচুর পরিমাণে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রায় ৭৩.৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

বাইডেনকে নিয়ে এরদোগানের কড়া মন্তব্যের জবাব দিতে সময় নেয়নি যুক্তরাষ্ট্র। ইহুদি জনগণকে নিয়ে এরদোগানের মন্তব্য বিদ্বেষমূলক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরদোগান এবং অন্যান্য তুর্কি নেতার উসকানিমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। এ ধরনের মন্তব্য সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে। ‘ইহুদিবিদ্বেষী ভাষার স্থান কোথাও নেই’, যোগ করেন নেড প্রাইস।

তবে এরদোগানের কোন মন্তব্যকে যুক্তরাষ্ট্র ইহুদিবিদ্বেষী বলে মনে করছে, তা নির্দিষ্ট করে বলেননি নেড প্রাইস। এ বিষয়ে জানতে চাইলে, রয়টার্সকে তাৎক্ষণিক কোনো জবাবও দেয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Exit mobile version