Home জাতীয় আন্দোলনে আহতদের চিকিৎসা দেয়া শুরু করেছে চীনের মেডিকেল টিম

আন্দোলনে আহতদের চিকিৎসা দেয়া শুরু করেছে চীনের মেডিকেল টিম

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা দেয়া শুরু করেছে ঢাকায় আসা চীনের মেডিকেল টিম। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান চীনের ১০ চিকিৎসক।

প্রথম ধাপে চোখে গুরুতর আঘাত পাওয়া ২৬ জন রোগীকে দেখেন তারা। ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লিও শাওপেং জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার অংশ হিসেবে ঢাকা আসা এই মেডিকেল টিম আহত সব রোগীকেই দেখবেন। বিশেষজ্ঞ আরও চীনা চিকিৎসক ঢাকা আসবেন জানিয়ে তিনি বলেন, আহতদের প্রয়োজনে দেশটিতে নিয়ে চিকিৎসা দেয়া হবে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, অন্তর্বর্তী সরকারের অনুরোধে নেপাল-যুক্তরাজ্যসহ আরো কিছু দেশ থেকে মেডিকেল টিম আনতে যোগাযোগ করা হয়েছে।

Exit mobile version