বিনোদন ডেস্ক : কেরালায় গর্ভবতী হাতিকে বাজি ভরা আনারস খাইয়ে হত্যার ঘটনার পর গর্জে উঠেছিল গোটা ভারতসহ বিশ্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা কিংবা শিল্পী মহল সবার মুখেই ছিল একটা দাবি- অবিলম্বে শাস্তি হোক দোষীদের। এবার সেই নারকীয় ঘটনার প্রতিবাদে ডিজিটাল ক্যাম্পেন শুরু করলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। #JusticeForAnimals ক্যাম্পেনের মাধ্যমে তিনি কিছু আইনের পরিবর্তন দাবি করেছেন। পশুপাখিদের উপর অত্যাচারকারীদের আরো কঠিন শাস্তির দাবি করেছেন তিনি।
আনুশকা তার এই অন্যরকম প্রতিবাদ সম্পর্কে বলেন, খবরটা পড়ে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ভেবে পাচ্ছিলাম না, কেউ কীভাবে এতটা অমানবিক হতে পারে! এই ঘৃণ্য কাজ কী করে করতে পারে। মানুষের এমন ভাবনা দেখে আমি মর্মাহত। মানুষ তো ঈশ্বরের সৃষ্টি সবচেয়ে উন্নত প্রাণী।
আমাদের উপরেই তো সবচেয়ে বেশি দায়িত্ব পরিবেশ ও অবলা জীবজন্তুর খেয়াল রাখার। কিন্তু আমরা তা করছি না। আমার মনে হয় এই বিষয়ে দেশের আইন আরও কড়া হওয়া উচিত। এখন তো পশুদের উপর অত্যাচার করলেও মাত্র ৫০ টাকা জরিমানা ভরে নিস্তার পাওয়া যায়। এই নিয়মে বদল আনতেই হবে। আরও কড়া হতে হবে। মানুষকে এর গুরুত্ব বুঝতে হবে। তবে আমরা সভ্য দুনিয়া তৈরি করতে পারব। অবলা পশুদের উপর অত্যাচার করে যে সহজে পার পাওয়া যাবে না, এটা ভালোভাবে মানুষের মনে ঢুকিয়ে দিতে হবে।