অনলাইন ডেস্ক : প্রতিবারের মত এবারও টরন্টোর সনাতন হিন্দু ধর্মের বাংলাদেশীরা আনন্দ-উচ্ছ্বাসে উদযাপন করছেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব। গত ২০ অক্টোবর, শুক্রবার মহাসপ্তমীর মধ্য দিয়ে এই উৎসবের শুরু হয়েছে এবং ২৪ অক্টোবর, মঙ্গলবার বিজয়া দশমীর মাধ্যমে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি হবে।
টরন্টোর বাংলাদেশী কানাডিয়ানদের এই উৎসব মূলত তিনটি স্থানে মহা সমারোহে আয়োজিত হয়ে থাকে। সেগুলো হচ্ছে, ৪২৭ বার্চমাউন্ট রোডের টরন্টো দূর্গাবাড়ী, ১৬ ডোম এভিনিউ’র বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটি ও বাংলাদেশ কানাডা হিন্দু মন্দির এবং ১৫১০ বার্চমাউন্ট রোডের হিন্দু ধর্মাশ্রম, টরন্টোতে। এই আয়োজনে হিন্দু ধর্মের মানুষের পারিবারিক ও সামাজিক জীবনে এক অভ‚তপূর্ব আনন্দের বন্যা বয়ে যায়। নতুন নতুন সাজে সজ্জিত হয়ে ছোট বড় সবাই নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেন। এই পাঁচদিনই সারা দিনব্যাপী চলে পূজা অর্চনা, সামজিক মতবিনিময় এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। সেই সাথে থাকে সবার জন্য উন্মুক্ত খাবারের ব্যবস্থা। উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সাথে টরন্টোতে বসবাসরত অন্যান্য ধর্মের মানুষেরাও এই আনন্দে শরীক হন।