অবসরপ্রাপ্ত আদিবাসী সেনা সদস্যের সাথে কথা বলছেন জাস্টিন ট্রুডো এবং প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি গ্রেগরী (বামে)

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জাতীয় আদিবাসী দিবস উপলক্ষে বলেন, কানাডার আদিবাসীদের কৃষ্টি, সংস্কৃতি, জীবনযাত্রা, আধ্যাত্মিকতা ও ঐতিহ্য থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। উল্লেখ্য, গত ২১শে জুন সোমবার দেশ জুড়ে জাতীয় আদিবাসী দিবস পালিত হয়েছে। করোনাজনিত কারণে এ বছর জাতীয় আদিবাসী দিবস পালনে স্বাভাবিক উৎসবমুখর হয়নি। ইন্যুট, ফার্স্ট নেশান্স এবং মেটিস জাতির প্রায় ১৭ লাখ সদস্য প্রতি বছরের ২১শে জুন আড়ম্বরের সাথে এই দিনটি পালন করে থাকে। ১৯৯৬ সাল থেকে সারা কানাডায় আদিবাসীদের সংস্কৃতি, ইতিহাস, বৈচিত্রতা ও ঐতিহ্যের উপস্থাপনসহ আদিবাসীদের ইতিহাসের বিভিন্ন বাঁকের উল্লেখযোগ্য ঘটনাবলী শ্রদ্ধাভরে স্মরণের মাধ্যমে এ দিনটি পালন করা হয়। করোনার কারণে এ বছর প্রায় সব অনুষ্ঠানই ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, জাতীয় আদিবাসী দিবস স্মরণে জুন মাসকে ‘ন্যাশনাল ইনডিজিনাস হিস্ট্রী মান্থ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ বছরের জাতীয় আদিবাসী ইতিহাস মাস’কে কানাডার আদিবাসী আবাসিক স্কুলের নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

কানাডার আদিবাসীদের ইতিহাসে উল্লেখযোগ্য সময়ের কথা উল্লেখ করতে হলে প্রথমেই উল্লেখ করতে হয় ১৮৭৬ সালের ‘ইন্ডিয়ান এক্ট’ এর কথা যে আইন পাশের মাধ্যমে কানাডায় বসবাসরত আদিবাসীরা নিজেদের শাসন ক্ষমতা হারায় এবং এই আইনের ফলে তাদেরকে কানাডার ফেডারেল সরকারের আইন মানতে বাধ্য করা হয়। ‘ইন্ডিয়ান এক্ট’ পাশের পর দীর্ঘদিন ধরে বঞ্চিত আদিবাসীরা ১৯৬০ সালে ফেডারেল এবং প্রভিন্সে ভোট দেওয়ার ক্ষমতা লাভ করে। আদিবাসীদের বঞ্চনার দীর্ঘ ইতিহাস থেকে উত্তরণে ১৯৬০ সাল তাদের জন্য একটা আনন্দের সময়।

১৯৮২ সালে ‘ন্যাশনাল ইন্ডিয়ান ব্রাদারহুড’ দেশব্যাপী সকল আদিবাসী জাতিকে এক হয়ে ২১শে জুন ‘ন্যাশনাল এব্রোজিনাল সলিডারিটি ডে’ পালন করার আহŸান জানায়। এ আহবানের অন্যতম প্রধান কারণ ছিল, আদিবাসী জাতিদের মধ্যে একটা ঐক্য গড়ে তোলা এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার সাথে সাথে সম্মিলিতভাবে তাদের অবস্থার উন্নয়ন ঘটানো। ১৯৯৫ সালে ‘দ্য রয়েল কমিশন অব এব্রিজিনাল পিপলস’ ২১শে জুনকে জাতীয় আদিবাসী দিবস হিসেবে ঘোষণা জন্য সুপারিশ করে এবং ১৯৯৬ সাল থেকে সেই দিনটি জাতীয় আদিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

১লা জুন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রæডো ‘ন্যাশনাল ইনডিজিনাস হিস্ট্রী মান্থ’ এর শুরুর দিনে বলেন, ‘আমরা কানাডার ফার্স্ট নেশান্স, ইন্যুয়িট এবং মেটিস জনগণের অপূর্ব কৃষ্টি, সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যকে সব সময় সম্মান করি। আমরা আটলান্টিক কানাডার মিকম্যাক থেকে রেড রিভার ভ্যালীর মেটিস ও ইনুভিয়ালুয়িট সেটেলমেন্ট রিজিয়নের ইন্যুয়িট এবং প্যাসিফিক নর্থ ওয়েস্ট কোস্টের কোস্ট সালিশ জনগণকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এই মাস আমাদেরকে আদিবাসী জনগণ এবং কানাডার ইতিহাসে তাদের অবদানকে জানার আরো বেশী সুযোগ করে দিয়েছে।’ তিনি আরো বলেন, ‘অতি স¤প্রতি, কাম্পলুপস ইন্ডিয়ান আবাসিক স্কুলে ২১৫ জন শিক্ষার্থীর গণকবর আবিস্কার আমাদের প্রচণ্ডভাবে ব্যাথিত করেছে। আমরা সবাই প্রত্যাশা করি, ভবিষ্যতে যেন আর কখনও কানাডার মাটিতে এমন কোন ঘটনা না ঘটে যা সভ্য সমাজের জন্য কলংক হয়ে দাঁড়ায়।’

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রæডো জানান, ‘আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে ২০২১ সালের বাজেটে ১৮ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে, যা আগামী পাঁচ বছরে তাদের আবাসন, স্বাস্থ্য, নিরাপত্তা ও উন্নয়নের জন্য ব্যবহার করা হবে।’ তিনি আরো বলেন, ‘কানাডা একটি বহুজাতির মানুষের দেশ এবং আমরা সবাই সম অধিকারে ভিত্তিতে নিজেদেরকে ও দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাবো। আর আদিবাসীরাদের সংস্কৃতি ও ঐতিহ্য থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।’