Home আন্তর্জাতিক আদানিকে টপকে এখন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি

আদানিকে টপকে এখন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি

অনলাইন ডেস্ক : গৌতম আদানিকে টপকে ভারতের শীর্ষ ধনীর স্থানটি আবারও দখল করলেন মুকেশ আম্বানি। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় ভারতীয় ধনীদের মধ্যে বুধবার (১ ফেব্রুয়ারি) সবার ওপরে উঠে এসেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

ফোর্বসের তথ্য অনুযায়ী, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৮৪.৩ বিলিয়ন ডলার। এই সম্পদ নিয়ে তিনি শুধু ভারত নয়, পুরো এশিয়ার শীর্ষ ধনী এখন। আর পুরো বিশ্বের ধনীদের মধ্যে তিনি আছেন নবম অবস্থানে।

এদিকে, ৮ হাজার ৪১০ কোটি ডলারের সম্পদ নিয়ে বিশ্বসেরা ধনীদের তালিকায় দশম অবস্থানে নেমে গেছেন গৌতম আদানি। ৮৪.১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বসেরা ধনীদের তালিকায় দশম অবস্থানে নেমে গেছেন গৌতম আদানি। হিনডেনবাগ প্রতিবেদনের জেরে গত সপ্তাহে আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির শেয়ার দরে ধস নামে।

প্রতিবেদনের পর এক দিনেই আদানি গ্রুপের বাজার মূলধন ১০ দশমিক ৮ বিলিয়ন ডলার বা ১ হাজার ৮০ কোটি ডলার কমে যায়।

Exit mobile version