Home আন্তর্জাতিক আততায়ীর হাতে হত্যার আশঙ্কা করছেন সৌদি বাদশাহ

আততায়ীর হাতে হত্যার আশঙ্কা করছেন সৌদি বাদশাহ

অনলাইন ডেস্ক : ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে সম্মতি দিলে আততায়ীর হাতে নিহত হওয়ার আশঙ্কা করছেন সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান তিনি। পলিটিকোর বরাত দিয়ে বৃহস্পতিবার মিডলিস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পলিটিকো জানিয়েছে, বিন সালমান সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে অনেক উদ্বেগ ও সন্দেহ প্রকাশ করেছেন।

সৌদি আরব ও পুরো মধ্যপ্রাচ্যের মানুষ ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত সংবেদনশীল।
বিন সালমান মনে করেন, ফিলিস্তিনিদের জন্য ভালো কিছু না করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে তার জীবনের ওপর হুমকি আসতে পারে। যদিও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিস্তৃত চুক্তি করতে আগ্রহী। যে চুক্তির উদ্দেশ্য হবে দখলদার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ।

পলিটিকোর সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, প্রিন্স বিন সালমান মনে করেন, ইসলামের পবিত্র স্থানগুলোর রক্ষক হিসেবে তার পদ সুরক্ষিত থাকবে না, যদি তিনি মধ্যপ্রাচ্যের ন্যায়বিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইস্যুটি সমাধান না করেন। বিশেষত ফিলিস্তিনি জনগণের অধিকার ও অবস্থার উন্নয়ন না ঘটলে তিনি বিপদের সম্মুখীন হতে পারেন বলে মনে করেন।

গণমাধ্যমটি জানিয়েছে, কয়েক মাস ধরে সৌদি বাদশাহ এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ অসম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ, যা তার টিকে থাকার জন্য অত্যাবশ্যক বলেও মনে করেন তিনি।

 

Exit mobile version