স্পোর্টস ডেস্ক : শেষ হলো টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো অস্ট্রেলিয়া। রবিবার (১৪ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অজিরা।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে এসেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালেও শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছে। ফাইনালেও তাই আশা ছিল তাদের নিয়ে, নিজেদের কাজটা ঠিকঠাক করে এবার হয়তো রঙিন পোশাকেও শিরোপা জিতবে কিউইরা।

বিশ্বকাপের ফাইনালে হারটাই যেন কিউইদের নিয়তি। নয়তো ৬ বছরের মধ্যে তিনটি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারাকে আর কী বলা যায়! ম্যাচশেষে দলটির অধিনায়ক কেন উইলিয়ামসন বলছেন, নিজেদের কাজটা ঠিকমতো করতে না পারা লজ্জার। তবে কৃতিত্ব দিচ্ছেন প্রতিপক্ষকেও।

তিনি বলেছেন, ‘আজ হয়নি, কিন্তু আমরা যেভাবে খেলেছি টুর্নামেন্টে, তার জন্য গর্বিত। এখানে অনেকের হৃদয় ভেঙেছে, জয়ী দলে থাকা সবসময় সুন্দর। অস্ট্রেলিয়াকে আমি কৃতিত্ব দিতে চাই।’

আগে ব্যাট করে দেওয়া লক্ষ্য কি কম হয়ে গেছে? এমন প্রশ্নের জবাবে উইলিয়ামসন বলছেন, ‘আমরা ভালো একটা জায়গায় যেতে চেয়েছি, উইকেট ভাঙা ছিল। কিছু ভালো জুটিও হয়েছে। যে লক্ষ্য দিয়েছিলাম, আমাদের মনে হয়েছে লড়াই করার মতোই। এটা দারুণভাবে তাড়া করতে হতো। অস্ট্রেলিয়া দুর্দান্ত দল, তারা এটা করে দেখিয়েছে।’