অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আওতায় আজ শনিবার আরও তিনজন জিম্মিকে মুক্তি দিচ্ছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

হামাসের বরাত দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, জিম্মিদের একজন হচ্ছে ইসরায়েলি আমেরিকান সাগুই ডেকেল চেন (৩৬), তিনি দক্ষিণ ইসরায়েলের কিব্বুটজ নীর ওজের বাসিন্দা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার সময় চেনকে বন্দী করা হয়। ধরা পড়ার দুই মাস পর তার স্ত্রী আভিতাল তাদের তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেন।

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং যুদ্ধে ফিরে আসার হুমকির অভিযোগ আনার পর জিম্মিদের মুক্তি নিয়ে সংশয় দেখা দেয়। হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানুয়া বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাক তাতে আমরা আগ্রহী নই। আমরা এর বাস্তবায়ন ও দখলদার ইসরায়েল যেন তা পুরোপুরি মেনে চলে তা নিশ্চিত করতে আগ্রহী।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘হুমকি ও ভীতি প্রদর্শনের ভাষা’রও সমালোচনা করে কানুয়া বলেন, তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে সহায়তা করে না।

পরে ইসরায়েলি সরকার পুনর্ব্যক্ত করে যে, হামাসকে অবশ্যই এই সপ্তাহান্তে তিনজন জিম্মিকে মুক্তি দিতে হবে।