অখিল সাহা, টরন্টো : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ বাংলাদেশের সাংস্কৃতিক জগতের মহীরূহ অন্যায়ের ও বৈষম্যের বিরুদ্ধে আজন্ম প্রতিবাদী, মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল মহলের অগ্রসৈনিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ঢাকায় পান্থপথের হেল্থ এন্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুস ও কিডনিজনিত সমস্যার মধ্যেই তাঁর করোনা পজিটিভ ফল পাওয়া যায়। এরপর তাঁকে শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, এই সংগ্রামী ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানবিরোধী সকল রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি কম্যুনিস্ট পার্টি ও ন্যাপের রাজনীতিতে যোগদান, ছায়ানট ও ক্রান্তির সাংগঠনিক ও সাংস্কৃতিক আন্দোলনে থাকা, রবীন্দ্রসংগীত নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলন, স্বাধীন বাংলা বেতারের সংবাদ বিভাগের প্রধানসহ প্রেস ইনস্টিটিউট-এর দায়িত্বসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক পদেও কাজ করেছেন।

কানাডা সংসদের সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম এক বিবৃতিতে জানান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রাক্তন সভাপতির এই অপ্রত্যাশিত মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিভাবককে হারিয়েছে। দেশের রাজনীতি ও সংস্কৃতিতে প্রতিকুল সময়ে এই মহান নিবেদিত প্রাণ সাংস্কৃতিক সংগ্রামীর মৃত্যু যে গভীর শূন্যতার সৃষ্টি করলো তা কোনভাবেই পূরণ করা সম্ভব নয়। তিনি দেশের সাংস্কৃতিক কর্মীদের যাবতীয় আন্দোলন-সংগ্রামে একটি ভরসার কেন্দ্র হিসাবে ছিলেন। কানাডা সংসদ মনে করে, সকল সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মীকে তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ তথা মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব কাঁধে তুলে নিলেই তাঁর প্রতি সম্মান প্রদর্শন করা হবে। তাঁরা আরো জানিয়েছেন, আগামী ২৭শে জুন (কানাডা সময়) শনিবার সকাল ১০.০০ উদীচীর প্রাক্তন সংগ্রামী সভাপতির জন্য একটি অনলাইন স্মরণসভার আয়োজন করা হয়েছে।